কুরুলুস উসমান এপিসোড ১৪১ বাংলা সাবটাইটেল।
কুরুলুস উসমান এপিসোড ১৪১ বাংলা সাবটাইটেল
আলাউদ্দিন বে গোনজা হাতুন এর কাছে প্রথম বারের মতো নিজের ভালোবাসার কথা জানায়। গোনজা হাতুন ও নিজের অনুভূতি প্রকাশ করে। সাদেত হাতুন গোনজার চোখ দেখে বুঝতে পারে সে প্রেমে আসক্ত। তাই গোনজার দিকে সব সময় নজর রাখতে বলে একজন কে৷ আলাউদ্দিন বে যখন বন্দী ছিল তখন গোনজা তার কাছে গিয়ে তাকে খাবার দিয়ে আসে।। এরপর যখন আলাউদ্দিন বের উপর বন্দী অবস্থায় উস্তাদ গেরার বাহিনী আক্রমণ করে তখন তাকে বাচাতে ছুটে যায় গোনজা। এভাবে নিজের ভালোবাসা এবং ভালোলাগার স্বাক্ষর রাখতে থাকে গোনজা হাতুন।
ওরহান এবং হলোফিয়াকে নিয়ে ভীষন বিপদে মালহুন হাতুন। আসমা নামক যেই মেয়ে কে মালহুন হাতুন ওরহানের জন্য পছন্দ করে রেখেছে সেটার প্রতি ওরহানের কোন ভালোবাসা নেই। ওরহান সব সময় হলোফিয়াকে নিয়ে ব্যস্ত। মেহমেদ বে হলোফিয়াকে পাওয়ার জন্য একটি ঘোড়া উপহার দেন। সাদেত হাতুন ও চায় হলোফিয়া তার ঘরে ছেলের বৌ হিসেবে আসুক। তাই সাদেত হাতুন মেহমেদ কে সব সময় হলোফিয়ার প্রতি খেয়াল রাখতে বলেছে।
ওরহান বে এবং হলোফেরাকে নিয়ে মালহুন হাতুন আছে খুব সমস্যায়। মালহুন হাতুন আসমা হাতুন কে পছন্দ করেছে ওরহান বের হাতুন হিসাবে৷ কিন্তু ওরহান বে হলোফিরার প্রতি ভালোবাসায় মুগ্ধ। মালহুন হাতুন আসমা হাতুন কে খাবার রান্না করে আনতে বলে। ইনেশিহারে খাবার নিয়ে আসে আসমা হাতুন। এরপর মালহুন হাতুন আসমা হাতুন কে ওরহানের কাছে নিয়ে আসে৷।
কুরুলুস উসমান এপিসোড ১৪১ বাংলা সাবটাইটেল
এরপর ওরহান বে নিজের মনের বিরুদ্ধে আসমা হাতুন এর থেকে হালুয়া খায়৷ এই সময় হলোফেরা হাতুন দেখে ফেলে ওরহান বেকে। তখন সে ভীষন কষ্ট পেয়ে চলে যেতে চায়। আসেন। মালহুন হাতুন যখন জানতে পারেন, হোলোফেরা উরহান বে-কে আহত অবস্থা থেকে সুস্থ করতে সহযোগীতা করেছে।তখন মালহুন হাতুন হোলোফেরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উরহান বে যখন আহত হয়েছিলেন তখন আমরা দেখেছি, হোলোফেরা উরহান বের প্রতি কতটা যত্নবান এবং প্রমাণিত হয়েছে যে, হোলোফেরাও উরহান বে-কে অনেক ভালোবাসে। ওরহান বে যখন দেখতে পায় হলোফিরা মেহমেদ বেকে কাছে আসতে দিচ্ছে তখম সে হিংসার আগুনে জ্বলতে থাকে। ওরহান বে বাজারের সবার সামনে থেকে হলোফেরা কে ঘোড়ায় চড়িয়ে নিয়ে যায়। পিছন থেকে মালহুন হাতুন ও মেহমেদ বে তাদেরকে থামতে বললেও তারা থামা নাই।
এখন আগামী পর্বে দেখতে পারবো ওসমান বে তার নিজের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য কি কি পদক্ষেপ গ্রহন করে। ইয়াকুব বে সহ অন্য অন্য ঝামেলা কিভাবে সামলে নেয়। ইয়াকুব বে তার অপমানের প্রতিশোধ নিতে ওসমান বের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে সেটাও পরিষ্কার হবে আগামী পর্বে। আশাকরি আগামী পর্বটি থাকবে উত্তেজনার আগুনে ভরা। সবার আগে বাংলা সাবটাইটেল দেখতে চোখ রাখুন অনুবাদ মিডিয়া পেজ এবং ওয়েবসাইটে। সবাই কে ধন্যবাদ। Watch in English