কুরুলুস উসমান ১৩১ বাংলায় রিভিউ দেখুন
কুরুলুস উসমান ১৩১ বাংলায় রিভিউ দেখুন
আসসালামু আলাইকুম, আশা করি সকালেই ভালো আছেন,সব জল্পনা কল্পনা শেষে গতকাল রাতে সিজন ৫ এর কাঙ্ক্ষিত সেই ট্রেইলার প্রকাশ পেয়েছে৷ কিন্তু এই ট্রেইলার কি কুরুলুস উসমান সিরিজ প্রেমীদের মন জয় করতে পেরেছে? এতো মাসের অপেক্ষা শেষে এমন ট্রেইলার কি সিরিজের প্রতি আকর্ষণ তৈরী করতে পেরেছে?
বিগত ৪ টি সিজনের প্রথম ট্রেইলার গুলো যতটা রহস্যময় আর আকর্ষণীয় ছিল, ৫ম সিজনের ট্রেইলার কি তার ধারের কাছেও আছে? কুরুলুস উসমান সিরিজ প্রেমীরা দুই ভাগে বিভক্ত, কারো কাছে ট্রেইলারটি যথেষ্ট, আবার কারো মতে এমন ট্রেইলার মন জয় করতে পারেনি,
আজকের এই ভিডিওতে কুরুলুস উসমান সিজন ৫ এর প্রথম ট্রেইলার কেমন ছিল, এবং ট্রেইলারে দেখানো প্রতিটি চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং সেই সাথে পুরো ট্রেইলার সংক্ষিপ্ত ভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
প্রথমেই সিজন ৫ য়ে উসমান বের লুক নিয়ে আলোচনা করবো, যেটা সবচেয়ে বেশী সমালোচনা হচ্ছে, আমরা দিরিলিস আর্তুগ্রুল সিরিজে দেখেছি, আর্তুগ্রুল গাজী ৫ টি সিজনে ৫ টি ভিন্ন লুকে দর্শকদের সামনে উপস্থিত হয়েছে, আর এটাই দর্শকদের সবচেয়ে বেশী আকর্ষণ করেছিলো, more
কিন্তু কুরুলুস উসমান সিরিজে ৫ম সিজনে এসেও উসমান বের লুকে কোন পরিবর্তন দেখা যাচ্ছে না, যেখানে সিজন ৫ য়ে টাইম এগিয়ে উরহান ও আলাউদ্দিন বেকে বড় দেখানো হলো সেখানে উসমান বের চেহারায় কোন পরিবর্তন দেখা গেলো না৷
এছাড়াও উসমান বের পাশে দেখানো অন্য আল্পদের চেহারাতেও কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি, বিষয়টি সত্যিই দৃষ্টিগোচর, বিরক্তিকর!! গত তিনটা সিজনে একই লুক দেখতে দেখতে জাস্ট বিরক্তি চলে আসতেছে চুল প্লাস দাড়ি বড় করেও তো একটা আউটস্ট্যান্ডিং এন্ট্রি হতে পারতো, তবে মাত্র একটি ট্রেইলার দেখেই ভালো মন্দ যাচাই করা ঠিক হবে না, কয়েকটি পর্ব দেখা যাক, পরিচালক কাহিনিতে কোন ভিন্নতা আনতে পেরেছেন কিনা।
এবার আসুন, ট্রেইলারটি পর্যালোচনা করি, এবং প্রতিটি চরিত্রের সাথে পরিচিত হই, সিজন ৫ এর ট্রেইলারের শুরুতেই দেখা যায় মালহুন হাতুন এবং উসমান বে বুরসা বিজয় নিয়ে পরিকল্পনা করছেন, বুঝায় যাচ্ছে এই সিজনে মালহুন হাতুন কে বেশ ভালো ভাবেই ফুটিয়ে তুলা হবে, বিগত সিজন গুলোতে বালা হাতুন কে ফুটিয়ে তুলা হলেও ঐতিহাসিক ভাবে উসমানীয় সম্রাজ্যে মালহুন হাতুনের অবদান অপরিসীম, সুতরাং এই সিজনে তার আধিপত্য দেখানো টা জরুরি ছিল,
তবে বুরসা বিজয়ের পরিকল্পনায় তাদের আরো দুটি দূর্গ আগে জয় করতে হবে, কারন মালহুন হাতুন বলছে, কিতে এবং আতরানোস দূর্গের পতন হলে বুরসা বিজয় সম্ভব, এবং উসমান বের কথাতে এটা স্পষ্ট উসমান বের এখন মূল লক্ষ্য হচ্ছে বুরসা বিজয় করা৷ এরপরের দৃশ্যে দেখা যায় উসমান বের যোগ্য পুত্র উরহান বে নতুন শক্রকে ফাঁদে ফেলছেন, এই সিজনে সবচেয়ে বেশী এই উরহান বেকেই ফুটিয়ে তুলা হবে, প্রথম ট্রেইলারে পরিচালক এমটাই ইঙ্গিত দিলেন, এখন থেকে উসমান বের হুকুমে এমন বড় বড় অভিযান গুলো উরহান বেই পরিচালনা করবেন,
তবে ট্রেইলারে স্পষ্ট হয়েছে, আরো একটি নতুন বসতীও এই সিজনে উসমান বের বড় শক্র হিসেবে কাজ করবে, সম্ভবত তারা সেলজুক সম্রাজ্যের নিকটবর্তী কোন বসতী হবেন, ট্রেইলারের পরের দৃশ্যে দেখা যায় বালা হাতুনকে, তার এমন কান্না আর স্বপ্ন ইঙ্গিত দিচ্ছে বালা হাতুনের মেয়ে হালিমা মৃত্যুবরন করবেন, সিজনের শুরুতেই এমন দৃশ্যের পিছনে অবশ্যই কোন রহস্য রয়েছে৷
ট্রেইলারের পরের দৃশ্যে দেখা যায় উসমান বের আরেক পুত্র আলাউদ্দিন বেকে, তিনি সেলজুক সম্রাজ্যের সুলতানের সাথে দেখা করতে গিয়েছেন, তবে সেখানে তার সাথে দেখা যায় এক রহস্যময় নারীকে, কিন্তু নিশ্চিত বলা যাচ্ছে না, সে শক্র পক্ষের কোন গুপ্তচর কিনা, তবে ভবিষ্যতে আলাউদ্দিন বের হাতুনও হতে পারে।
এরপরের দৃশ্যে দূরসুন ফকির চরিত্রে নতুন এক অভিনেতা কে দেখা যায়, এবং পরিশেষে উসমানীয় সম্রাজ্যের ভিত্তি এবং পরিচালনা পরিষদে উসমান বেকে দেখা যায়। সুতরাং এসে গিয়েছে সবার কাঙ্খিত সিরিজের ৫ম সিজন। নতুন লুকে সবাই। আর উরহান, আলাউদ্দিন বের অভিনয়ে নতুন অভিনেতারা সহ নতুন নতুন সব শত্রুদের আগমন। সবমিলিয়ে জমজমাট আর উত্তেজনাপূর্ণ একটা সিজন আসছে আগামী ৪ অক্টোবর বুধবার থেকে। ধন্যবাদ। more