কুরুলুস উসমান এপিসোড ১০৬ বাংলা সাবটাইটেল
Kurulus Osman Episode 106 Bangla Subtitles

Kurulus Osman Episode 106 Bangla Subtitles
কুরুলুস উসমান ভলিউম-১০৪ শেষ হয়েছিল মারামারাজিক দূর্গ বিজয়ের মাধ্যমে।
মারমারাজিক দূর্গঃ- কুরুলুস উসমান ভলিউম-১০৫ শুরুতেই মারমারাজিক দূর্গ দেখানো হয়। একটা দূর্গ বিজয় করলে দূর্গটা নতুন করে সাজাতে,কিছু কাজ করতে হয়,যেমন কাফেরদের মুর্তি ভেঙ্গে ফেলা,পতাকা নামিয়ে নেওয়া,এবং গনিমতের মাল জমায়েত করা এই কাজ গুলোই সামনে আসে।
এই কাজ গুলো করছিলেন আল্পরা। তার মধ্যে বাইন্দার বে এসে দেখেন গনিমতের মালামাল,তখন তিনি সেগুলো বন্টন করছিলেন,তখন তুরগুত বে বললেন,উসমান বে যেহেতু অনুপস্থিত,সেহেতু তুমি এগুলো বন্টন করতে পারবে না। এবং তুরগুত বে রেগে গিয়ে বললেন,বসতিতে ফিরে যান।তিনি চলে যান। Watch Kurulus Osman Episode 106 Bangla Subtitles
উসমান বে-র নিখোঁজ হওয়াঃ- দূর্গ বিজয়ের পর উসমান বে নতুন মিশনের জন্য কাউকে না জানিয়ে বেরিয়ে পড়েন কোব্রি দূর্গে দিকে।সবাই উসমান বেকে খুঁজ করতেছে। উসমান বে কোব্রি দূর্গের আশে পাশে গিয়ে দেখছেন কিভাবে কোব্রি দূর্গে প্রবেশ করা যায়।
এমন সময় তিনি হঠাৎ বলছেন,গোপনে কেউ থাকলে নিজেকে প্রকাশ করার সময় হয়েছে,এই কথা বলা মাত্রই একজন নতুন আল্পকে দেখা যায়,যিনি উসমান বের পক্ষে হয়ে কোব্রি দূর্গে গুপ্তচরের কাজ করতেন। মারমারাজিক দূর্গের সেনাপতি কে হবেন? কুরুলুস উসমান ভলিউম-১০৫ এ মারমারাজিক দূর্গের সেনাপতি কে হবেন,সেটা নিয়ে সবাই ভেবেছিল তুরগুত বেই হবেন মারমারাজিক দূর্গের সেনাপতি। Watch Kurulus Osman Episode 106 Bangla Subtitles
তুরগুত বে নিজেই ধরে নিয়ে ছিলেন উসমান বে তাকেই দূর্গের নেতৃত্ব দিবেন। তবে শেষ পর্যন্ত উসমান বে দূর্গের সেনাপতি বানালেন ওকতেম বে-কে। এই সিদ্ধান্ত দিতে উসমান বে-র খুব কষ্ট হয়েছিল,তবে তিনি ভেবে চিন্তে ওকতেম বে-কে দূর্গের সেনাপতি বানালেন।তবে এই এই সিদ্ধান্ত তুরগুত বে মেনে নিতে পারেননি,তিনি প্রশ্ন করে বসেন,শেষ পর্যন্ত সিন্ধান্ত বদল হয়নি। ওকতেম বে হলেন মারমারাজিক দূর্গের নতুন সেনাপতি।
ওলোফ এবং বাইন্দারের চুক্তিঃ– ওলোফরা উসমান বে-কে পরাজিত করার জন্য অনেক পরিকল্পনা করে,প্রতিবারই তারা ব্যর্থ হয়। ওলোফ নতুন ভাবে চিন্তা করল যে,উসমানের ভিতরের থেকে কাউকে তার করে ফেলতে পারলে সে উসমানকে পরাজিত করতে পারবে।তার পরিকল্পনা মত এমন একজনকে খুঁজতে থাকে ওলোফ,শেষ পর্যন্ত পেয়ে গেল,বাইন্দার বে-কে তাকে উসমানের বিরুদ্ধে যেতে বললেও সে রাজি হয়নি। Watch Kurulus Osman Episode 106 Bangla Subtitles
যখন জানল যে উসমান তাকে মারমারাজিক দূর্গে আমন্ত্রণ জানাননি,তখন সে অনেক বেশি অপমানবোধ করেন।তখন সে ওলোফের চুক্তিতে রাজি হয়। নিয়ম করে সে ওলোফের কাছে উসমানের গোপন খবর পাঠাই।এখন সে ওলোফের গুপ্তচর হয়ে উঠেছেন। তবে এখানে তার একটা বিষয় সবাই মুগ্ধ করেছে,সেটা হচ্ছেঃ-বিসমিল্লাহ বলা ছাড়া জবাই করা গোসত মুসলমানদের জন্য হারাম। তিনি একজন বিশ্বাসঘাতক হয়েও নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে গর্ববোধ করে। ক্ষমতার লোভ যুগে মুসলিমদের ধ্বংস করেছে। Watch Kurulus Osman Episode 106 Bangla Subtitles
বাইন্দার বে-র চিঠিঃ- বাইন্দার বে উসমানের সাথে যুদ্ধ করেছে মারমারাজিক দূর্গ বিজয়ে,এখন সে মনে করছে সে যেহেতু উসমান বেকে সহযোগিতা করেছে,সেহেতু দূর্গের সেনাপতি হওয়া তার অধিকার,এবং তার অধিকার তাকে দেওয়া হয়নি,এবং তাকে মারমারাজিক দূর্গ উদযাপন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি। এ বিষয়ে গুলো সে নেগেটিভ ভাবে চিন্তা করেছেন।সে রাগান্বিত হয়ে উসমানের কাছ থেকে প্রতিশোধ নিতে উসমানের বিরুদ্ধে সেলজুক রাজ্যের সুলতান আলাউদ্দিনের মায়ের কাছে চিঠি লিখেন,যাতে উসমানকে শাস্তি দিতে তিনি ইয়েনিশেহিরে আসেন। Watch Kurulus Osman Episode 106 Bangla Subtitles
সিংহাসনকে উদ্দেশ্য করে উসমান বের কথাঃ- উসমান বে খুব চিন্তিত ছিলেন,মারমারাজিক দূর্গের নেতৃত্ব কাকে দিবেন এই বিষয়ে,কারণ ক্ষমতার লোভ প্রত্যেকটা মানুষের ভিতরেই কাজ করে। উসমান বে সিংহাসনকে উদ্দেশ্য করে বলছেন? হে সিংহাসন তুমি কত মানুষকে ধ্বংস করেছ? হে সিংহাসন তুমি কত পরিবার ধ্বংস করেছ? তুমি আমার দিকে অগ্রসর হবে না,যদি তুমি আমার আশপাশে আসার চেষ্টা কর,আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলব। Watch Kurulus Osman Episode 106 Bangla Subtitles
শায়খ এদেব আলীর উপদেশঃ— কুরুলুস উসমান ভলিউম-১০৫ এর সবচেয়ে ভালো লাগার দৃশ্য এইটাই ছিল।উসমান যখনই চিন্তিত হতেন তখনই শায়খ এদেব আলী উসমান বে-কে সুন্দর উপদেশ দিয়ে শান্তনা দিয়েছেন। ঠিক তেমনই এখানেও বিপরীত হয়নি। উসমান বে বলছেন, আমি ভয় পাচ্ছি,
তখন শায়খ বললেন “আমিও ভয় পেতাম যদি আমিও তোমার মত বীম হতাম। তুমি আগে শুধু নিজেকে শাসন করেছ, তবে এখন তুমি অনেক মানুষকে শাসন কর। ব্যবসায়ী,আল্প,সবার বীম তুমি। তারা তোমার কাছে অনেক কিছু চাইবে, তুমি দিতে পারলে ভালো,নাহলে পৃথিবীর সবচেয়ে খারাপ তুমি। এমন দিন আসবে তোমার প্রিয়জনেরা তোমার বিরুদ্ধে যাবে,তোমার শত্রুদের সাথে হাত মিলাবে, তোমার উপর অনেক পরিক্ষা থাকবে”।
তখন উসমান বললেন,এগুলো থেকে কিভাবে বাঁচব? তখন শায়খ বললেনঃ- শত্রুর কবল থেকে মুক্তি পেতে তোমাকে সজাগ থাকতে হবে। উসমান বললেনঃ- কেমনে হবে এটা? তখন শায়খ বললেনঃ-
তুমি অলস হবে না, তুমি তোমার রাত কাটাবে ভাবনায়,জিকির করতে করতে। তুমি তাহাজ্জুদ পড়বে,নফল সিয়াম রাখবে। বেশি বেশি কোরআন পড়বে।তাহলেই তুমি সজাগ থাকতে পারবে।আর তোমার অন্তরের চক্ষু খুলে যাবে।
ওলোফের সেনাপতি এরিকের মৃত্যুঃ- উসমান ইয়েনিশেহিরে ফিরে যাওয়ার সময় কমান্ডার এরিক উসমানের পথ আটকালে উসমান তার শরীর থেকে কল্লা আলাদা করে ফেলেন।যুদ্ধ হলেও মুসলমানরা তাদের পরাজিত করেন।এখন আগামী পর্বে দেখার বিষয় ওলোফ তার সেনাপতির মৃত্যু কিভাবে নিবেন। কমান্ডার রিমোসের বন্দী হওয়াঃ- কমান্ডার রিমোস সত্যতা জেনে গেছেন,এবং কনস্টান্টিনোপল যাচ্ছিলেন সম্রাটকে সংবাদ দিতে,ওলোফরা এসে তার পথ আটকায়,এবং তাকে বন্দী করে। WATCH MORE
ওয়ালিদা ইসমিহান সুলতানার আগমনঃ- তিনি উসমান বের সফলতা সহ্য করতে না পেরে উসমানকে থামানোর জন্য এসেছেন,ইয়েনিশেহিরে এসেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন,তিনি উসমান বের বন্দী কান্তাকুজেনুসকে মুক্তি দিয়ে দিলেন। উসমান বে রেগে গিয়ে এক পর্যায়ে বলেন,এখানের শাসক আমি। যে আমার বসতির দিকে তাকাবে আমি তার চোখ উপড়ে ফেলব,এবং যে হাত বাড়াবে সে হাত কেটে ফেলব। এখানে আমিই বে আমিই রাষ্ট্র। একথার মাধ্যমে কুরুলুস উসমান ভলিউম-১০৫ সমাপ্তি ঘটে। সামনে ভয়ংকর পর্ব অপেক্ষা করছে Watch Kurulus Osman Episode 106 Bangla Subtitles
-লেখক জুনাইদ করিম