উসমান

রিভিউ কুরুলুস উসমান এপিসোড ১৩২

রিভিউ কুরুলুস উসমান এপিসোড ১৩২

কুরুলুস উসমান ভলিউম ১৩২ এর দ্বিতীয় ট্রেইলার প্রকাশ পেয়েছে,,এই ট্রেইলারের সবচেয়ে কষ্টদায়ক যে দৃশ্যটা,,হয়তো আপনারা অনেকে খেয়াল করেনি,,ট্রেইলারে দেখানো দৃশ্যে জেরকুতায় আল্প মুক্ত হলেও স্পষ্ট দেখা যাচ্ছে শক্র পক্ষের নির্যাতনে এক হাত কেটে নেওয়া হয়েছে জেরকুতায় আল্পের৷ হয়তো আর দুই হাতে তরবারী নিয়ে যুদ্ধ করতে দেখা যাবে না সবার প্রিয় জেরকুতায় আল্পকে৷

ট্রেইলারে আরো দেখা যায় জেরকুতায় আল্প উসমান বের সামনে খুবই অভিমানে নিয়ে কথা বলছেন,,উসমান বেকে তিনি দোষী মনে করছেন, কিভাবে মুক্ত হলো জেরকুতায় আল্প?  কেনই বা উসমান বের উপর তার এতো রাগ? সামনের পর্বে উসমান বের জন্য কি বিপদে অপেক্ষা করছে?  এমন সব প্রশ্নের উত্তর জানবো, এবং দ্বিতীয় ট্রেইলার নিয়ে সংক্ষিপ্ত ভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।  সুতরাং এই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন।

ট্রেইলার এর শুরুতেই দেখা যায়, উসমান বে ও বোরান আল্প কোন একটি সফর থেকে খালি হাতে ফিরছে,, স্পষ্ট বুঝা,যাচ্ছে,, উসমান বে জেরকুতায় আল্পকে উদ্ধার করতে পারেনি, কিন্তু পরের দৃশ্যে দেখা যায় উসমান বের ভোজন অনুষ্ঠানে হঠাৎ জেরকুতায় আল্প এসে হাজির,, উসনান বেও তাকে দেখে হতবাক, তাহলে কে উদ্ধার করলো এই জেরকুতায় আল্পকে? গত পর্বের শেষ দৃশ্যে আমরা দেখেছি ইয়াকুপ বে উসমান বেকে সুলতান হিসেবে মেনে নেওয়ার আহবান করেছে,,কিন্তু উসমান বে তাকে সুলতান হিসেবে গ্রহন করবেন না,

কিন্তু ইয়াকুপ বে বুঝতে পারবেন লেফক দূর্গে বন্দি জেরকুতায় আল্প উসমান বের জন্য কতটা জরুরি, তথ্য মতে, ইয়াকুপ বে জেরকুতায় আল্পকে উদ্ধার করবে, ট্রেইলারের আরো একটি দৃশ্যে দেখা যায় একটি বন্দি গাড়িতে জেরকুতায় আল্পকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে,, মূলত ইয়াকুপ বের কাছে পৌঁছে দেওয়া হবে জেরকুতায় আল্পকে,,এরপর জেরকুতায় আল্পের কানে উসমান বের বিরুদ্ধে বীষ ডালবেন ইয়াকুপ বে।

জেরকুতায় আল্পকে বুঝানোর চেষ্টা করবে যে, উসমান বে অনেক আগে সব খবর পাওয়ার পরও তোমাকে উদ্ধার করতে যায়নি, এভাবে জেরকুতায় আল্পের মনে উসমান বের প্রতি বিদ্বেষ তৈরী করবে৷ এরপর জেরকুতায় আল্পকে উসমান বের কাছে পৌঁছে দিবে৷ ট্রেইলারের পরের দৃশ্যে দেখা যায় জেরকুতায় আল্প কতটা কষ্ট আর অভিমান নিয়ে উসমান বেকে বলছে, আমি অপেক্ষায় ছিলাম আমার বীম আমাকে বাঁচাতে আসবে, কিন্তু আপনি আসেননি৷

কাহিনি টা অনেকটা সিজন ৩ তে ঘটা বোরান আল্পের মতো, বোরান আল্পকেও উজির আলিম শক্রর হাত থেকে রক্ষা করে উসমান বের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল,,কিন্তু কিছু সময় বিরুদ্ধীতা করলেও পরে ঠিকি উসমান বের পক্ষে কাজ করে বোরান আল্প, জেরকুতায় আল্পের ক্ষেত্রেও এমনটাই হবে৷

ট্রেইলারের পরের দৃশ্যে দেখা যায়, বাইজেন্টাইন কন্যা হুলোফিরা কে উদ্ধার করেছে উরহান বে, যদিও সম্ভবনা আছে হুলোফিরা কে ডাকাত দল থেকে ছাড়িয়ে নিবেন ইয়াকুপ বের ছেলে মেহমেত বে,এরপর ইয়াকুপ বের হুকুমেই আবার হুলোফিরা কে উরহান বের হাতে ছেড়ে দিবেন মেহমেত বে, কারন ইয়াকুপ বে এই মূহুর্তে কোন ভাবেই চায়বে না উসমান বের শক্র হতে,

কারন তুর্কী সকল বসতীর বীমেরা ইতিমধ্যে তাকে সুলতান হিসেবে গ্রহন করে নিয়েছেন,শুধু উসমান বে ছাড়া৷ এই জন্য ইয়াকুপ বে চায়বেন উসমান বের সাথে মিলে তার সমর্থন নিয়ে সহজে সুলতান হওয়া, এরপর দেখা যায়, বালা হাতুন অনেকটা সুস্থ হয়ে গিয়েছে, তার ছেলে আলাউদ্দিন বের সাথে মোলাকাত করছেন, এবং বালা হাতুন বলছেন ইয়াকুপ বে এখন উসমান বের সাহায্য চান, তার এই কথাতেই স্পষ্ট ইয়াকুপ বে কোন ভাবেই আপাতত উসমান বের শক্র হতে চাচ্ছে না। more

আরো একটি দৃশ্য নিয়ে একটু আলোচনা করা যাক, ট্রেইলারে দেখা যায় ইয়াকুপ বে সহ তুর্কী সকল বসতীর বীমেরা উসমান বের ইয়েনিশেহের দূর্গে একত্রিত হয়েছে, এই সভা তেও নিজেকে সুলতান বানাতে ব্যর্থ হবেন ইয়াকুপ বে, এবং শুরু হবে নিজেদের মধ্যে লড়াই, ট্রেইলারে উসমান বে বলছেন, শক্রর আগে লড়াই হবে নিজেদের মধ্যে এবং অনেক রক্ত ঝড়বে,,সুতরাং ধারনা করাই যাচ্ছে সিজন ৫ এর আরো বেশ কয়েকটি পর্বে উসমান বে ও ইয়াকুপ বের মধ্যে এই ক্ষমতার লড়াই চলতেই থাকবে৷ আজ এই পর্যন্তই, খুব শীগ্রই দেখা হবে নতুন কোন ভিডিওতে, ধন্যবাদ। more

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button