আল্প আর্সালান ৪৫ বাংলা সাবটাইটেল

Alparslan Buyuk Selcuklu Episode 45 Bangla Subtitles

আল্প আর্সালান ৪৫ বাংলা সাবটাইটেল

টেকফুরের ছেলে আলেকজান্ডারকে হত্যা করে কুতালমিশ বে। টেকফুর সন্তান হারানোর বেদনায় কাতর হয়ে পড়ে। সে আল্প আরসালান কে সন্দেহ করতে থাকে। কুতালমিশ বে সুরমারী দূর্গ নিজের দখলে নিয়ে নেয়। আল্প আরসালান বে তার সহযোগী সহ দূ্র্গের বাহিরে চলে আসে।

টেকফুর তার ছেলের লাশ নিয়ে দূর্গ থেকে বাহিরে আসে। মেলিক সুলেমান টেকফুরের সাথে অ্যানী দূর্গে যেতে চাইলে টেকফুর তাকে নিবে না বলে জানিয়ে দেয়। সুলেমান বে ও আল্প আরসালান বের বিভিন্ন বিষয় নিয়ে তর্ক চলতে থাকে। একপর্যায়ে উভয়ে মারামারি করতে শুরু করলে আতা বে তাদের শান্ত করে। সুলেমান বে কে দামগানে যেতে বলে আল্প আরসালান বে। আর আল্প আরসালান বে নিজে যায় কুরকানে।

Alparslan Buyuk Selcuklu Episode 45 Bangla Subtitles

কারন এই সকল বসতী কুতালমিশ বে কে সমর্থন দিয়ে যাচ্ছিল। আল্প আরসালান বে কুরকানে গিয়ে বসতীর বে কে কুতালমিশ বে কে সমর্থন না করতে অনুরোধ করে।কিন্তু সে জানায় যে তারা কুতালমিশ বেকে সমর্থন করবে৷ তখন সেখানে জালাল আল্পকে ও দেখতে পায় আল্প আরসালান বে। জালাল আল্প সৈন্যদের আল্প আরসালান বের বিরুদ্ধে উসকানি দিতে থাকে।

তখন আল্প আরসালান বে তাদের উপর আক্রমণ করে এবং তাদেরকে আল্প আরসালান বের বশ্যতা স্বীকার করতে বাধ্য করে। মেলিক সুলেমান বে দামগানে যায়। বসতীর প্রধানের কাছে একই অনুরোধ করে।বসতী প্রধান সেই অনুরোধ প্রত্যাখান করে। তখন মেলিক সুলেমান তাদের উপর আক্রমণ করে। তাদের কে শান্ত করে।

Alparslan Buyuk Selcuklu Episode 45 Bangla Subtitles

টেকফুর আলেকজান্ডারের লাশ নিয়ে অ্যানী দূর্গে আসলে ফ্লোরা কান্নায় ভেঙে পড়ে। টেকফুর ফ্লোরা কে বুঝায় যে এইসব সুলেমান জানতো৷ তাই সে তার সাথে ফিরে নাই। এতে করে ফ্লোরার মনে মেলিক সুলেমান বে সম্পর্কে খারাপ ও বিশ্বাসঘাতক বলে মনে হতে থাকে৷


গেভের হাতুন আরবাজকান বের মাথায় বিষ ঢুকিয়ে দেয় যে সবাই জমি পায় কিন্তু আরবাজকান বে কেন কিছু পাচ্ছে না। আরবাজকান বে তো মেলিক ইনাল বের ভাই।তাহলে কেন সে জমি ও আলাদা দূ্র্গ পাবে না৷। একটি বার্তা দিয়ে একজন লোক প্রেরন করে কুতালমিশ বে আরবাজকান বের কাছে। এতে লিখা ছিল তাকে দেখা করতে যেতে হবে কুতালমিশ বের সাথে।

Alparslan Buyuk Selcuklu Episode 45 Bangla Subtitles

কুতালমিশ বে যখন চিঠি পড়ছিল তখন সেফেরিয়া হাতুন সেটা দেখে ফেলে।সেফেরিয়া হাতুন তখন সন্দেহ করে। তাই সে আরবাজকান বে কে অনুসরন করতে একজন সৈন্য পাঠায়৷ এদিকে সুরমারি বানিজ্য দূর্গে আরবাজকান বে কুতালামিশ বের সাথে সাক্ষাৎ করতে আসে। কুতালমিশ বে তাকে ভবিষ্যতে র দূ্র্গ দেওয়ার প্রতিশ্রুতি দেন।কিন্তু বিনিময়ে সে ইনাল বের রেখে যাওয়া সম্পদ পেতে চান।

আর ইনাল বে সম্পদ কোথায় রেখেছে সেটা একমাত্র জানে ওখে হাতুন। তাই ওখে হাতুনের থেকে এই তথ্য সংগ্রহ করতে আরবাজকান বে কে দায়িত্ব দেন। আরবাজকান বে কুতালামিশ বের কথা এবং গেভের হাতুন এর কথায় মিল খুজে পান। তাই সে কুতালমিশ বের কথা মেনে নেন।

Alparslan Buyuk Selcuklu Episode 45 Bangla Subtitles

আরবাজকান বে ইনাল বের স্ত্রী ওখে হাতুন এর কাছে গিয়ে বিষয় টা খুলে বলে। আল্প আরসালান বেকে হারানোর জন্য সেই এই ঘৃণ্য অপরাধের পথ বেছে নিতে ওখে হাতুন কে প্ররোচিত করতে থাকে। ওখে হাতুন রাজি হয়। ওখে হাতুন একটা মানচিত্র দেয় আরবাজকান বের হাতে। সেই মানচিত্র নিয়ে আরবাজকান বে ভাসপোরাকানে ফিরে আসে। এদিকে সেফেরিয়া হাতুন ও গেভের হাতুন এর মাঝে বিরোধ সৃষ্টি হয়।

কারন সেফেরিয়া হাতুন আরবাজকান বে কে সন্দেহ করে। সেফেরিয়া হাতুন দ্রুত আল্প আরসালান বেকে ঘটনা বলে দেয়। আল্প আরসালান বে সেফেরিয়া হাতুন কে থামিয়ে দেয়। আরবাজকান বের পরিকল্পননা মতো সে টেকফুরের বাহিনী ও কুতালমিশ বেকে একসাথে মুখোমুখি করে মারামারি বাধাতে চেয়েছিল। কিন্তু আরবাজকান বে বিশ্বাসঘাতকতা করে। সে কুতালমিশ বেকে গুপ্তধনের আসল জায়গা বলে দেয়।

Alparslan Buyuk Selcuklu Episode 45 Bangla Subtitles

আল্প আরসালান ও টেকফুরকে সে ভুল তথ্য দিয়ে দিকভ্রান্ত করে। এতে সংঘর্ষ বাধে আল্প আরসালান বে ও টেকফুরের বাহিনীর সাথে। এই সংঘর্ষে আলপাগুত আল্প কে মেরে ফেলে টেকফুর। টেকফুর তার ছেলে হত্যার প্রতিশোধ নেয়৷

আল্প আরসালান বের সামনে আলপাগুত কে হত্যা করা হয়। হত্যার পরে সবাই শপথ নেয় যে এই রক্তের প্রতিশোধ তারা নিবেই। আরবাজকান বে কুতালামিশ বের সাথে না গিয়ে গেভের হাতুন এর কাছে যায়। সেখানে গিয়ে দেখতে পায় যে সেফেরিয়া হাতুনকে গেভের হাতুন মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলেছে। এই খবর আল্প আরসালান বের কাছে পৌছে দেয় এক নারী আল্প। এতে করে আল্প আরসালান বে তাড়াতাড়ি করে গিয়ে সেফেরিয়া হাতুন কে উদ্ধার করে নিয়ে আসে ভাসপোরাকানে। watch more

Alparslan Buyuk Selcuklu Episode 45 Bangla Subtitles

আরবাজকান বে ঘটনা অন্য দিকে ঘুরাতে গেভের হাতুন কে রসুল বের সাথে সুরমারি বানিজ্য দূর্গে পাঠিয়ে দেয়। আল্প আরসালান বে আরবাজকান কে বন্দী করে নিয়ে আসে। আরবাজকান বেকে হত্যা করতে যাবে ঠিক তখন একজন বার্তা বাহক এসে জানায় যে গেভের হাতুন কে ফেরত চাইলে আরবাজকান কে ফিরিয়ে দিতে হবে। আল্প আরসালান বে এই শর্তে রাজি হয়ে বোন কে ফিরিয়ে আনতে যায়।

সেখানে গিয়ে আরবাজকান কে ফিরিয়ে দিলে কুতালমিশ বে গেভের কে ফিরিয়ে দেয় কিন্তু গেভের হাতুন আরবাজকান বের সাথে আবারো দূর্গে প্রবেশ করে। এতে আল্প আরসালান খুবই হতাশ হয়। ঠিক তখন ই টেকফুরের বাহিনী একটি কামানের গোলা নিক্ষেপ করে। তখন আল্প আরসালান বে গেভের হাতুন বলে চিৎকার করে উঠে। এর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই পর্বের সমাপ্তি হয়. Watch Urdu Subtitles

Alparslan Buyuk Selcuklu Episode 45 Bangla Subtitles

আল্প আর্সালান ৪৫ বাংলা সাবটাইটেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button