উসমান

রিভিউ কুরুলুস উসমান ১৩৪

রিভিউ কুরুলুস উসমান ১৩৪

ভলিউম শুরুতে আমরা দেখতে পাই, আলাউদ্দিন বে সোগুতে বালা হাতুনের সাথে দেখা করেছে।এদিকে ইইয়েনিশেহিরে ইয়াকুপ বে উসমান বে’র উপর অভিযোগ তুলে যে, উসমান বে সীমান্তবর্তী গার্মিয়ানদের বাজারে ইয়াকুপ বে’র উপর আক্রমন করেন। আর উসমান বেও ইয়াকুপ বে’র উপার অভিযোগ আনে যে, ইয়াকুপ বে ষড়যন্ত করছে।


এক পর্যায়ে উপস্থিত বাকি বেগন তাদের দুইজনকে থামাই যাতে, তারা লড়াই এ লিপ্ত না হয়। তারপরও উসমান বে ইয়াকুপ বে’র আনুগত্য স্বীকার করে নাই। ইয়াকুপ বে উসমান বেকে সীমান্তবর্তী নতুন বজারে যেতে আমন্ত্রন জানাই এবং ইয়াকুপ বে’র প্রতি আনুগত্য স্বীকার করার প্রস্তাব দিয়ে তিনি ইয়েনিশেহির ছেড়ে চলে যান।

অপর দিকে দেখা যায়, ভ্যাসিলিস রেমোসকে কারাগার থেকে উদ্ধার করতে খাবারের সাথে চাবি দিয়ে দেয়। রেমোসও কারাগার থেকে বের হতে সক্ষম হয়। তারপর ভ্যাসিলিস উসমান বেকে হত্যা করতে রেমোসকে নির্দেশ দেয়। উসমান বে যখন লেফকে দূর্গে আক্রমণ করা পরিকল্পনা করছিল, তখন রেমোস উসমান বে দিকে তীর ছুড়ে। এই সুযোগ নিয়ে ভ্যাসিলিস রেমোসকে হত্যা করে উসমান বে’র মন জয় করে।

অসম্মান দেখানো, মোসলমান না হওয়াই এবং কোন ঐতিহ্যগত শিক্ষা না থাকায় হোলোফেরার প্রতি মালহুন হাতুন অসন্তুষ্ট হন। আর উরহান বেকে নির্দেশ দেয় যে, হোলোফেরাকে তার নিজের জন্মভূমিতে ফিরিয়ে দিয়ে আসতে।

উসমান বে সুলতান মেসউদের দেওয়া মানচিত্র অনুসরণ করে গুপ্তধন উদ্ধার করার নির্দেশ দেয় উরহানকে।আর আলাউদ্দিনকে সীমান্তবর্তী নতুন বাজারের উদ্বোধনীয় অনুষ্টানে যাও নির্দেশ দেন। সকালে উসমান বে লেফকের উদ্দেশ্যে বের হন।

ইয়াকুপ বে নতুন ষড়যন্ত শুরু করার পরিকল্পনা করে এবং মেহমেত বেকে নির্দেশ দেয় যে, পতাকাবিহীনরা ইয়াকুপ বের পক্ষে কাজ করবে কিন্তু উসমান বে’র আনুগত্য স্বীকার করবে।আর মেহমেত বে পতাকাবিহীনদের স্বর্ন মুদ্র দিয়ে রাজি করাই। তারপর মেহমেত বে উরহান বে’র পিছনে যায় গুপ্তধন নিতে। মেহমেত বে কালো আখড়াই অর্থাৎ যেখানে গুপ্তধন আছে সেখানে উরহান বে’র উপর আক্রমন করেন।  উরহান বে আহত হন।

ইয়াকুপ বে নতুন বাজারের প্রধান হিসাহে চেরকুতাইকে নিয়োগ করেন ।ইয়াকুপ বে চেরকুতাইকে সাথে নিয়ে লেফকের দিকে যায় উসমান বে’র আগে লেফকে দখল করার জন্য। পতাকাবিহীনরা উসমান বে’র সাথে যোগদান করেন। উসমান বে তাদের আনুগত্য যাচাই করতে তাদের নিয়ে লেফকের দিকে রওয়ানা হয়। কিন্তু উসমান বে যাওয়ার আগেই ইয়াকুপ বে লেফকে দখল করে ফেলেন।

Review Trailer

আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন, অনুবাদ আর্তুগ্রুল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কীরা ফেসবুক পেজের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। দীর্ঘ ২ সপ্তাহ পর কুরুলুস উসমান ভলিউম ১৩৩ প্রচার হলো,  এক কথায় অসাধারণ এবং অনবদ্য একটি পর্ব ছিল, পুরো পর্ব জুড়ে ছিল টানটান উত্তেজনা, ভলিউম ১৩৩ য়ে শক্রর সাথে মিলে ইয়াকুব বের ভিন্ন সব ফাঁদ ও পরিকল্পনার বিপরীতে ছিল উসমান বের হুংকার। সেই সাথে ছিল আলাউদ্দিন বের বুদ্ধিমত্তা ও উরহান বের আহত হওয়ার মতো ঘটনা,

পর্বের শেষ মূহুর্তে ইয়াকুব বের সামনে উসমান বের সাময়িক পরাজয় কুরুলুস প্রেমীদের যতটা ন আশা হত করেছে,তার চেয়ে বেশী কষ্ট পাচ্ছে কুরুলুস উসমান ভলিউম ১৩৪ এর ট্রেইলার দেখে, এই ট্টেইলার টি সিজন ৫ এর সবচেয়ে ট্যাজিডিপূর্ন ট্রেইলার হবে, একদিকে পরাজিত উসমান বে, অন্যদিকে ছদ্মবেশে নতুন ভয়ংকর শক্রর আগমন, উসমান বের নিজ প্রাসাদে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কাছের সেনা বোরান আল্প কে হত্যা করা হচ্ছে, অপরদিকে মঙ্গল বাহিনী হঠাৎ আগমন, 

এমন আকর্ষণীয় ট্রেইলারে স্পষ্ট বুঝা যাচ্ছে ভলিউম ১৩৪ দুঃখজনক একটি পর্ব হতে যাচ্ছে,, কি হতে যাচ্ছে ভলিউম ১৩৪ য়ে, সবার প্রিয় বোরান আল্প কি মারা যাবে? উসমান বে কি ইয়াকুব বেকে সুলতান হিসেবে মানবেন? সত্যিই কি মঙ্গল বাহিনীর আগমন হচ্ছে? ছদ্ম বেশে নতুন শক্রটি কে?   সব প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে, সুতরাং এই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন।

আজকের ভিডিওর শুরুতেই বোরান আল্পের বিষয়ে আলোকপাত করা যাক, নতুন পর্বের ট্রেইলারে আমরা দেখতে পায় , উসমান বের নিজ দূর্গে তার সবচেয়ে কাছের একজন যোদ্ধা বোরান আল্পকে মারাত্মক ভাবে আঘাত করা হয়েছে, পরিস্থিতি দেখে মনে হচ্ছে হয়তো তিনি শহীদ হতে যাচ্ছে, 

কেন তাকে মারা হচ্ছে?  কে করলো এই আক্রমণ? কি পরিকল্পনা করছে শক্ররা? চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক,, আমরা দেখেছি বাইজেন্টাইন কমান্ডার ভ্যাসিলিস গুপ্তচর হয়ে উসমান বের দূর্গে কাজ করে যাচ্ছে,  গত পর্বে এই বাইজেন্টাইন কমান্ডার উসমান বেকে হত্যা করার পরিকল্পনা করেও আবার সিদ্ধান্ত পরিবর্তন করে, কারন তিনি জানেন উসমান বেকে হত্যা করলেই সব সমস্যা সমাধান হবে না, কারন উসমান বেকে হত্যা করলে তার ছেলে উরহান তার দায়িত্ব গ্রহন করে এগিয়ে যাবে, এই জন্য বাইজেন্টাইনরা চাচ্ছে এমন পরিকল্পনা করতে যাতে উসমান বে তার পরিবার ও জনগণ সহ পুরোপুরি ধ্বংস হয়ে যায়, 

নির্ভরযোগ্য তথ্য বলছে বাইজেন্টাইন কমান্ডার গুপ্তচর ভ্যাসিলিস এর পরিকল্পনায় বোরান আল্পের উপর এই আক্রমণ হবে, ট্রেইলারে আমরা একটি নতুন চরিত্র দেখতে পেয়েছি, তথ্য বলছে,  গত পর্বে কমান্ডার ভ্যাসিলিস বলছিল খুব শীগ্রই তার ওস্তাদ এর আগমন হবে, নতুন এই চরিত্রটি বাইজেন্টাইনদের টেকফুর হবেন বলে ধারনা করা হচ্ছে,  কিন্তু সে খুব নিখুঁত ভাবে উসমান বের মাঝে গুপ্তচর হিসেবে কাজ করবেন এবং ভয়ংকর ক্ষতি করবেন তিনি, নির্ভরযোগ্য তথ্য মতে, বাইজেন্টাইনরা এই পরিকল্পনাটা সাজাবেন,

তারা উসমান বের মনোবল দূর্বল করতে তার নিজ দূর্গে তার সবচেয়ে কাছের বোরান আল্পকে হত্যা হত্যা করতে চায়বে, কিছু দিন আগে থেকেই একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছিল বোরান আল্পকে সিরিজ থেকে বিদায় করা হবে৷ ট্রেইলারে বোরান আল্পের উপর আক্রমণ টা খুব মারাত্মক হয়েছে, দেখে মনে হচ্ছে বোরান আল্প হয়তো শহীদ হবেন,

কারন প্রতি সিজনেই একজন বড় আল্পের মৃত্যু দেখানো হয়, এই ৫ম সিজনে আমরা হয়তো বোরান আল্পকে হারাতে পারি৷ তবে কিছু কিছু তথ্য বলছে বোরান আল্প মারাত্মক ভাবে আহত হবেন, কিন্তু শহীদ হবে না ৷ আগামী পর্বেই বিষয়টি আরো স্পষ্ট হবে, তবে ভলিউম ১৩৪ একটি ট্র্যাজিডিপূর্ন পর্ব হতে যাচ্ছে।

এবার আলোচনা করবো,,ইয়াকুব বেকে সুলতান হিসেবে গ্রহন করবে কি উসমান বে? গত পর্বের শেষে উসমান বের সব পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে ইয়াকুব বে আবারো উসমান বের সম্মান নষ্ট করেছে,,এবং সুলতান মাসুদের সিল মহর করা ফরমান শুনিয়ে নিজেকে সুলতান হিসেবে দাবি করছেন এবং উসমান বেকে বায়াত গ্রহন করতে বলছেন,,,বরাবরের মতো এবারো উসমান বে তার সিদ্ধান্তে অটুট থাকবেন,

তিনি ইয়াকুব বেকে সুলতান হিসেবে গ্রহন করবেন না, কারন তিনি জানেন সুলতানের সিল মহর করা এই আদেশটি নকল,, এবং আসল গুপ্তধনের সন্ধান আছে উসমান বের কাছে৷ ট্রেইলারে স্পষ্ট আরো একটি বিষয় দেখা যায়, উসমান বে বলছেন ,তারও পরিকল্পনা করা আছে, এরমানে ইয়াকুব বের বিরুদ্ধে উসমান বেরও বড় কোন পরিকল্পনা তৈরি করা আছে, নির্ভরযোগ্য তথ্য মতে উসমান বের পরিকল্পনাটি হবে জেরকুতায় আল্পকে নিয়ে, ইয়াকুব বেকে শায়েস্তা করতে জেরকুতায় আল্প কে ব্যবহার করতে পারেন উসমান বে, উসমান বের পরিকল্পনায় হয়তো জেরকুতায় আল্প ইয়াকুব বের সাথে যুক্ত হয়েছে, সুতরাং আগামী পর্ব গুলোতে আমরা উসমান বের পরিকল্পনা দেখতে পাবো৷

এবার আলোচনা করবো, ট্রেইলারে দেখানো মঙ্গল বাহিনী কি সত্যিই আবার আগমন করেছেন? আমরা ট্রেইলারে দেখতে পেয়েছি গুপ্তধন নিয়ে আসার পথে মেহমেদ বেকে আক্রমণ করেন মঙ্গল বাহিনী। এবং এই আক্রমণে মেহমেদ বে মারাত্মক ভাবে আহত হয়, তবে এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ মঙ্গল বাহিনী কেন আসলো? কেন তারা আক্রমণ করলো?

নির্ভরযোগ্য তথ্য মতে ট্রেইলারে দেখানো মঙ্গল বাহিনী এরা আসল মঙ্গল বাহিনী নয়,,বরং গুপ্তধন পুনরুদ্ধার করার জন্য উসমান বের ছেলে উরহান বে এমন মঙ্গল পোশাকে আক্রমণ করবেন,,ট্রেইলারে দেখা যায় উরহান বে বলছেন তিনি গুপ্তধন নিয়ে আসছে কিন্তু মেহমেদ বে আহত, এরমানে তিনিই এমন মঙ্গল ছদ্মবেশ ধারণ করে এই আক্রমণ পরিচালনা করবেন৷ আর ইতিহাস মতেও এই সময়ে কোন মঙ্গল বাহিনী আসার সম্ভবনা নেই,,এই মূহুর্তে উসমান বের মূল শক্র হবেন বাইজেন্টাইন বাহিনী। আজ এই পর্যন্তই, খুব শীগ্রই দেখা হবে নতুন কোন ভিডিওতে, ধন্যবাদ। more

কুরুলুস উসমান ১৩৪ বাংলা সাবটাইটেল

Watch more

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button