Alparslan 36

আল্প আর্সালান বুয়ুক সেলজুক ৩৬ বাংলা সাবটাইটেল

Alparslan buyuk Selcuklu Episode 36 Bangla Subtitles

আল্পদের ফাঁসির মঞ্চ থেকে বাচানো আল্পদের ফাঁসির মঞ্চ থেকে বাচানো গতপর্বের শেষ দৃশ্য থেকে আমরা দেখেছিলাম আল্প আরসালান বে উপর থেকে লাফ দিয়ে আভার আল্পের গলার রশি কেটে তাকে বাচিয়ে নিজে মাটিতে শুয়ে পড়ে। এইপর্ব এই দৃশ্য দিয়ে শুরু হয় এবং তারপর আতাবে বে তীর মেরে বাকি আল্পদের রশি ছিড়ে দেয় এবং তারা মাটিতে পড়ে যায়।

Alparslan buyuk Selcuklu Episode 36 Bangla Subtitles

এই অবস্থা দেখে টেকফুর হতবাক হয়ে যায় এবং সে আক্রমণের নির্দেশ দেন। সেফেরিয়া হাতুন একটি গাছের ডালে বসে আল্প আরসালান বেকে আক্রমণের উদেশ্যে কোন সৈন্য আসলে তাকে তীর মেরে হত্যা করছে। এভাবে যুদ্ধ চলতে থাকে এবং টেকফুর সহ তার সৈন্যরা পিছু হাটতে বাধ্য হয়।

সেফেরিয়া হাতুন তীর : সেফেরিয়া হাতুন  একটি গাছের ডালে বসে আল্প আরসালান বেকে আক্রমণের উদেশ্যে কোন সৈন্য আসলে তাকে তীর মেরে হত্যা করছে।

মেলিক সুলেমান ও ফ্লোরা ঃ মেলিক সুলাইমান সৈন্যদের ধাওয়া খেয়ে ফ্লোরার ঘরে ঢুকে পরে এরপর থেকে তার কক্ষেই অবস্থান করে। ফ্লোরার একটি কাগজে বানানো হাস নিয়ে দুইজন কথা বলতে থাকে এমন সময় ফ্লোরার সহযোগী ঘরে প্রবেশ করে সুলেমান কে দেখে অবাক হয়ে তাকে এখনি বের হতে বলে। মেলিক সুলেমান বিষয়টা বুঝতে পারে এবং সে ঘর থাকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

Alparslan buyuk Selcuklu Episode 36 Bangla Subtitles

টেকফুর দূর্গে ফিরে আসেঃ টেকফুর দূর্গে ফিরে এসে মেলিক সুলেমান কে খোজার জন্য আলেকজান্ডার কে নির্দেশ দেয়। আলেকজান্ডার কে কমান্ডার জানায় যে তারা শুধু টেকফুর ও ফ্লোরার কক্ষবাদে সব জায়গায় দেখেছে। তখন আলেকজান্ডার ফ্লোরার ঘরে প্রবেশের সময় দেখে যে একজন সৈনিক কক্ষ থেকে বের হয়ে আসছে। আলপাগুত আলেকজান্ডার এর সাথে আসে এবং আলেকজান্ডারকে বলে এই ঘরে আশ্রয় নেবে এমন কেউ নাই।

Alparslan buyuk Selcuklu Episode 36 Bangla Subtitles

তখন আলপাগুত সুলেমান বে কে নিয়ে সামনের ঘরে তল্লাশি চালাবে বলে তারা সামনের দিকে আগায়। কিছুটা সামনে গিয়ে তাদের সাথে থাকা সৈন্য দের হত্যা করে লাশ লুকাতে গেলে আলেকজান্ডার তা দেখে ফেলে। তখন আলপাগুত তাকে বেধে একটি রুমে আটকিয়ে রেখে সুলেমান কে নিয়ে টেকফুরের কাছে আসে। এবং দ্রুত তাকে অন্য কোন জায়গায় পাঠানোর ব্যবস্থা করতে অনুরোধ করতে থাকে। তখন টেকফুর তার পরামর্শ মেনে নেয় এবং তাকে  প্রেরন করে।

আলপাগুত ও মেলিক সুলেমান দূর্গের বাহিরে: আলপাগুত টেকফুরের সৈন্য সহ দূর্গের বাহিরে চলে আসলে আলেকজান্ডার তার হাতের বাধন খুলে ওই ঘর থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। এবং সে তার বাবাকে সব কিছু বললে তারা উভয়ে তাদের পিছনে ঘোড়া নিয়ে রওনা দেন। ততক্ষণে আলপাগুত ও মেলিক সুলেমান বে তাদের সাথে থাকা সৈন্যদের হত্যা করে তারা ঘোড়া নিয়ে পালিয়ে যায়।

Alparslan buyuk Selcuklu Episode 36 Bangla Subtitles

আল্প আরসালান বের অসুস্থতা: আল্প আরসালান বে আল্পদের নিয়ে ভাসপোরাকান এ ফিরে এসে বেশি অসুস্থ হয়ে পড়ে। তার হেকিমরা ও তার অসুস্থতার কারন খুজে পাচ্ছিল না। হেকিমরা বিষের কোন প্রতিশেধক না পাওয়ার কারনে সে বাগদাগের হেকিমদের কাছে আসার সিদ্ধান্ত নেয়। এবং বাগদাগে আসে।

আরসালান ইউসুফ এর ষড়যন্ত্র: আরসালান ইউসুফ আল্প আরসালান বে এর অসুস্থতা এবং তার ভাসপোরাকানে না থাকার সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে উঠে। সেফেরিয়া হাতুন কে কুবুদ্ধি দিয়ে তাকে সিংহাসনে বসাতে চায়। তাই সে একজন বার্তাবাহক পাঠিয়ে সৈন্য জোগাড় করে নিয়ে আসে ভাসপোরাকান আক্রমণের উদ্দেশ্য। সেফেরিয়া হাতুনকে ও খালিচোখে তার সহযোগী মনে হচ্ছে। ঘটনার আড়লে কিছু থাকলে সেটা আগামী পর্বে জানতে পারবো। আলপাগুত ও সুলেমান বে ভাসপোরাকানে ফিরে আসে। তখন আকিনেয় হাতুন খুব বেশি আবেগপ্রবন হয়ে কন্না করতে থাকেন।

দূর্গে আলপাগুত ঘর তল্লাশি: টেকফুর আলপাগুত ও মেলিক সুলেমান কে ধরতে না পেরে তারা দূর্গে ফিরে আলপাগুত এর থাকার ঘর তল্লাশি করে এবং সেখানে গোপন সুড়ঙ্গপথ পায়। যে পথ দিয়ে টেকফুরের কক্ষ ও আরো কিছু কক্ষের উপর নজর রাখা যেত।

Alparslan buyuk Selcuklu Episode 36 Bangla Subtitles

তখন টেকফুরের মনে ইনাল বে কে নিয়ে সন্দেহ হলে সে একজন সৈন্যকে ইনাল বের ঘরের উপর নজর রাখতে বলে। ইনালবের স্ত্রী ওখে হাতুন ইনাল বের সাথে দেখা করতে আসলে তাদের মাঝের কথোপকথন ওই সৈন্য শুনতে পায় এবং টেকফুর কে জানায়। তখন টেকফুর বুঝতে পারে যে ইনাল বেও আল্প আরসালান কে সহযোগিতা করছে।

আল্প আরসালানবের স্বপ্ন আল্প আরসালানবের স্বপ্ন তিনি বাগদাদে যাওয়ার সময় ঘুমিয়ে গেলে স্বপ্নে দেখেন যে একজন লোক তার কাছে এসে তাকে প্রশ্ন করে আপনি ইসলামের জন্য কি কুরবানী দিবেন।? তখন আল্প আরসালান জবাবে বলেন যে তিনি ও তার পূর্বসূরিদের মত কুরবানি দিতে প্রস্তুত আছেন।বাগদাদে পৌছানোর পরে উজিরের কাছে আল্প আরসালান প্রশ্ন করে কেন খলিফা তাকে

Alparslan buyuk Selcuklu Episode 36 Bangla Subtitles

বাসাসী: উজিরের উপর বাসাসীর সৈন্যরা চোখ রাখতে থাকে এবং তাকে তার বাড়ি থেকে ধরে বাসাসীর কাছে নিয়ে যায়। তখন উজিরকে বাসাসী প্রহার করে এবং তাকে প্রশ্ন করতে থাকে কেন আল্প আরসালান বাগদাদে এসেছে। এর জবাবে উজির বলে আল্প আরসালান বে অসুস্থ তাই সে এখানে এসেছে।

আল্প আরসালান বে সুস্থ হয়ে উঠলে তারা বাগদাদের খলিফার কাছে যাওযার সিদ্ধান্ত নেন।কিন্তু বাসাসীর লোকেরা তাদের উপর আক্রমণ করতে তাদের থাকার ঘরে ঢুকে পড়ে। তখন আল্প আরসালান বে সহ সকলে আগে থেকে বুঝতে পেরে কক্ষের বাহিরে অবস্থান নেয় এবং আক্রমণকারী সকলকে হত্যা করে 

সেফেরিয়া হাতুন ও ওখে হাতুন: সেফেরিয়া হাতুন আল্প আরসালান চলে যাওয়ার পরে সিংহাসনে বসলে ওখে হাতুন সেটা মেনে নিতে পারেন নাই। তাই সেফেরিয়া হাতুন এর সাথে তার ঝগড়া হয়। এর মধ্যে আরসালান ইউসুফ কিছু সৈন্য নিয়ে ভাসপোরাকানে প্রবেশ করে। যদিও তাদের পরিচয় বলা হয় অতিথি কিন্তু মূলত তারা সিংহাসন দখলের জন্য আজ রাতে দূর্গের সকলকে হত্যা করবে।

Alparslan buyuk Selcuklu Episode 36 Bangla Subtitles

ওখে হাতুন এর এই বিষয়ে সন্দেহ হলে সে জারান কে জিজ্ঞেসাবাদ করতে তার কক্ষে প্রবেশ করে এবং জারান সত্য বলে দেয় যে তারা আজ দূর্গ দখল করবে এবং তাদের পিছনে ১০০০ সৈন্য রয়েছে।এই সময়ে সেফেরিয়া হাতুন ঘরে প্রবেশ করে ওখে হাতুন কে আটকের আদেশ দেন এবং তার মুখ হাত বেধে ঘরে আটকে রাখা হয়।

আল্প আরসালান বে এবং বাগদাদের খলিফার সাক্ষাৎ : খলিফা আল্প আরসালান বে কে হাজরে আসওয়াদ এর একটি বড় অংশ বুহাইদি দের কাছে থেকে নিয়ে আসার আদেশ দেন।কারন এটা ইসলাম ও কাবার চিহ্ন। আল্প আরসালান খলিফাকে আশ্বস্ত করেন যে তিনি এট করবেন৷

ভাসপোরাকানে গভীর রাতে খুন: ভাসপোরাকানে গভীর রাতে খুন হতে থাকে। কিন্তু কে বা কাকে খুন করা হচ্ছে সে দৃশ্য দেখানো হয় নাই। আশাকরি আমরা আগামী পর্বে সেটা জানতে পারবো। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই পর্ব শেষ হয়

Watch Alparslan buyuk Selcuklu Episode 36 Bangla Subtitles on Facebook

Watch Alparslan buyuk Selcuklu Episode 36 Bangla Subtitles on Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button